
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে, ফুরফুরে মেজাজে বাংলাদেশ ক্রিকেট দল। আজ দুই দলই মাঠের অনুশীলন বাতিল করেছে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় টিম ইন্ডিয়া। গতকাল মিরপুরে তাদের ১ উইকেটে হারিয়ে, অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে টাইগাররা। বাংলাদেশ দল এগিয়ে গেছে ১-০ ব্যবধানে। এমন অবস্থায় ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। অন্যদিকে, পরের ম্যাচ জিতে সিরিজ নিজেদের করতে চায় লিটন দাসের দল। পরের দুটি ম্যাচ ৭ ও ১০ ডিসেম্বর।