
তিন অধিনায়ক যুগে প্রবেশ করছে বাংলাদেশ। টেস্টে মুশফিকুর রহিম ও ওয়ানডেতে মাশরাফি বিন মুর্তজার পর টি-টোয়েন্টিতে আজ থেকে দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। শুধু দেশের নয় বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন তিনি। দেশের গৌরব তিনি বাড়িয়ে দিয়েছেন তাঁর দুর্দান্ত সব পারফর্মেন্স আর রেকর্ড দিয়ে। তাঁর নেতৃত্ব দলে আসবে নতুন সাফল্য এমনটাই আশা দেশবাসীর।
টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সাকিবের নেতৃত্ব এবারই প্রথম নয়। এর আগেও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। যদিও তা দলের জন্য খুব বেশি সুখকর ছিল না। আজকের খেলায় আমরা পাবো না টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মাশরাফি বিন মুর্তজাকে। নেই মুস্তাফিজুর রহমান ও তামিম ইকবাল। ইনজুরির কারণে দেশে ফিরে এসেছেন দুজনই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আজ। বাংলাদেশ সময় রাত ১০টা থেকে ব্লুমফন্টেইনে শুরু হবে আজকের খেলা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ মোট ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। একটিতেও জয়ের হাসি হাসতে পারিনি আমরা। এবার সাকিবের নেতৃত্বে এই ইতিহাসটি বদলানোর আশায় বাংলাদেশ।
