32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

আবাসিক এলাকায় লাল তালিকাভুক্ত কারখানা,আতঙ্কে এলাকাবাসী

বিশেষ সংবাদ

Rabi Shankar Das
Rabi Shankar Dashttp://www.nagorik.com
Rabi Shankar Das is a Social Media Expert, Writer & Digital Journalist. He is working in Bangladesh's Entertainment & News Media industry since 2018. Currently, he is the "In-Charge Of Online" at Nagorik Television.
- Advertisement -

পরিবেশ রক্ষায় নিয়মনীতির তোয়াক্কা না করে নীলফামারী জেলার সৈয়দপুরের কামারপুকুর কলাবাগান এলাকায় স্থাপন করা হয়েছে অবৈধ কারখানা। শ্যামলী সিমেন্ট সীট মিলস লিমিটেড নামের এই কারখানাটি নিয়ম ভঙ্গ করে আবাসিক এলাকায় স্থাপন করায় চরম আতঙ্কে আছেন সেখানকার বাসিন্দারা।

লাল তালিকাভুক্ত হওয়ার পরও কীভাবে এটি চলছে সেই প্রশ্ন তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, পরিবেশ ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ আবাসিক এলাকায় এটি স্থাপন করা হয়েছে। কিন্তু কারখানার মালিক এতই প্রভাবশালী যে, তাদের অনিয়মের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়া যায়নি।

জানা গেছে ,এলাকার বাসিন্দারা বারবার কথা বলতে চাইলেও তাদের পক্ষ থেকে কোন সাড়া মিলছে না। বরং হাজার হাজার মানুষের জীবন হুমকির মুখে পড়লেও তাদের কোন বিকার নেই। আবাসিক এলাকায় এভাবে কারখানা চললে পরিবেশের ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। ফলে, সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে।  

এ বিষয়ে কথা বলতে সিমেন্ট সীট এসোসিয়েশনের প্রেসিডেন্ট ডঃ মোসাদ্দেক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাল তালিকাভুক্ত হওয়ায় এবং  অবৈধভাবে আবাসিক এলাকায় কারখানা স্থাপন করায় শ্যামলী সিমেন্ট সীট মিলস লিমিটেডকে তাদের সদস্য করা হয়নি। নিয়ম না মানায় শ্যামলী সিমেন্ট সীট মিলসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।   

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত