
কারো পৌষ মাস আর কারও সর্বনাশ। প্রচলিত এই বাংলা প্রবাদটি সত্যি হলো ইংলিশ প্রিমিয়ার লিগে। নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে আর্সেনালের হারে ইপিএলের শিরোপা নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটির। এদিকে লা লিগায় শিরোপা উৎসবের রাতে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা।
নটিংহ্যামের কাছে হারলে শিরোপা জয়ের সূক্ষ্ম স্বপ্নটাও শেষ হয়ে যাবে- এই বাস্তবতা জানা ছিল আর্সেনালের। কিন্তু ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে গানাররা।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে ব্যর্থ হয় আর্সেনাল। গোলের সুযোগ পেয়ে নটিংহ্যামও তা কাজে লাগাতে ব্যর্থ হলে ১-০ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ। আর তাতেই টানা তৃতীয় মৌসুম ইংলিশ লিগের শিরোপা নিশ্চিত হয়ে যায় ম্যানচেস্টার সিটির।
আর্সেনালের হারের পর শিরোপা উৎসব করে সিটি সমর্থকরা। ৩৫ ম্যাচে চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৮৫। আর দুই ম্যাচ বেশি খেলে আর্সেনালের পয়েন্ট ৮১।
এদিকে, আগের ম্যাচেই এস্পানিওলকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। তবে প্রতিপক্ষের মাঠে খেলা হওয়ায় শিরোপা জয়ের উৎসবটা ঠিকঠাক করা হয়ে ওঠেনি বার্সেলোনার। চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে দিয়েছে রিয়াল সোসিয়েদাদ।
এদিকে, ম্যাচ শেষে বার্সেলোনার হাতে তুলে দেয়া হয় ট্রফি। ম্যাচে জয় না মিললেও ঘরের মাঠে সমর্থকদের সামনে শিরোপা উদযাপনে কোনো কমতি ছিল না তাদের।
৩৫ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে ৮৫ পয়েন্ট বার্সেলোনার। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। তাদের সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আতলেটিকো মাদ্রিদ।
ফই//
