
টেস্ট থেকে বিদায় নিয়েছেন আগেই। গত বিশ্বকাপ থেকে বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকেও। শেষ ভরসা ছিল ওয়ানডে। তবে এবার সেই ওয়ানডে থেকেও বাদ পরলেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ। তাহলে তাকে নিয়ে কি ইঙ্গিত দিচ্ছে বিসিবি? ক্যারিয়ার কী শেষ পর্যায়ে? নাকি সুযোগ মিলবে ওয়ানডে বিশ্বকাপে?
বয়স পেরিয়ে গেছে ৩৭। পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ছিলই, আরও বড় সংশয় ফিটনেস নিয়ে। এমন কারও যখন দলে জায়গা হয় না, তাকে বাদ বললেও বোধয় ভুল হবে না। তবে মাহমুদউল্লাহর ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন বলেই দাবি বিসিবির। তাদের যুক্তি বাদ নয়, বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই মাহমুদউল্লাহকে।
সবশেষ ইংল্যান্ড সিরিজে যা পারফরম্যান্স, তাতে তার বাদ পড়াটাও হয়তো খুব অস্বাভাবিক নয়। ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে বিপর্যয়ে হাল ধরেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচে আউট হন ৪৮ বলে ৩১ রানে। পরের ম্যাচে ৪৯ বলে করেছে ৩২ রান। যদিও শেষ ম্যাচে ভালো করতে পারেননি।
ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও প্রশ্নও উঠেছিল তাকে নিয়ে। তবে অধিনায়ক তামিম ইকবাল ভরসা রেখেছিলেন রিয়াদের ওপর। কিন্তু এরপরই এলো আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজে তাকে না রাখার ঘোষণা। তাহলে তাকে নিয়ে কি ইঙ্গিত দিচ্ছে বিসিবি। ক্যারিয়ান কি শেষ পর্যায়ে? নাকি সুযোগ মিলবে ওয়ানডে বিশ্বকাপে।
এর আগেও বিসিবির সভাপতি বলেছিলেন, আয়ারল্যান্ড সিরিজে পরিবর্তনের কথা। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ প্রস্তুতির জন্য নতুনদের ঝালিয়ে নেওয়া এবং বিকল্প খেলোয়াড় প্রস্তুত রাখতেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। আয়ারল্যান্ড সিরিজে না থাকা মানে বিশ্বকাপ পরিকল্পনার বাইরে চলে যাওয়া নয় বলেও উল্লেখ করেছিলেন বিসিবি সভাপতি।
ওডিআই ক্যারিয়ারে ১৯০ ইনিংসে মাহমুদউল্লাহর রান চার হাজার নয়শ ৫০। গড় ৩৫.৩৬ আর স্ট্রাইক রেট ৭৬.১৪। তিনটি শতকের পাশাপাশি রয়েছে ২৭টি অর্ধশতক। ১২৮ রানের সর্বোচ্চ ইনিংস রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের।