
বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গুয়াহাটিতে ম্যাচ শুরু দুপুর আড়াইটায়। প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে, ফুরফুরে মেজাজে রয়েছে টাইগাররা। এদিকে, একই সময়ে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা।
বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে অধিনায়ক সাকিবকে পায়নি বাংলাদেশ। তবুও লঙ্কানদের বিপক্ষে টাইগাররা পেয়েছে উড়ন্ত জয়। ভারতের গুয়াহাটিতে আবহাওয়াটা কিছুটা গরম হলেও অনুশীলন করতে সমস্যা হয়নি। কৃত্তিম আলোয় মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদী- এই চারজন ব্যাটে-বলে কসরত করেছেন।
বাকি ১১ জন ছিলেন টিম হোটেলে। কেউ জিম, কেউ-বা সাঁতার কেটে শরীর ঝরঝরে রেখেছেন। অনুশীলন ম্যাচ থেকে বিরতি নেয়া অধিনায়ক সাকিব আল হাসান জিম সেশনে সীমিত রেখেছেন কার্যক্রম। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পরও ইংলিশদের বিপক্ষে ম্যাচটিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট।
ক্রিকেটারদের ইনজুরি মুক্ত রাখতে ব্যতিব্যস্ত তারা। নিয়মিত বেশ কয়েকজনকে বিশ্রাম দেয়ার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলতে পারেন ইংলিশদের বিপক্ষে। ছন্দটা ধরে রাখার জন্য আজও খেলতে পারেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম।
বোলিং ইউনিটে পেসারদের চেয়ে স্পিন রাখা হতে পারে বেশি। কারণ গুয়াহাটির প্রচণ্ড গরমে ফাস্ট বোলারদের নিয়মিত বোলিং করা কঠিন। ইংলিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রস্তুতি পর্ব শেষ করবে বাংলাদেশ। পরদিন উড়াল দেবে বিশ্বকাপের মূল ম্যাচের ভেন্যু ধর্মশালার উদ্দেশে। তাই জয় নিয়ে উড়াল দিতে চায় টাইগাররা।
অন্য প্রস্তুতি ম্যাচে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা। আফগানদের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাধায় মাঠেই নামতে পারেনি প্রোটিয়ারা। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে দারুণভাবে শুরু হয়েছে ব্লাকক্যাপসদের বিশ্বকাপ প্রস্তুতি।
