- Advertisement -

ইউএস ওপেনে আরিয়ানা সাবালেঙ্কাকে হারিয়ে নতুন রানির মুকুট পড়লেন যুক্তরাষ্ট্রের কোকো গফ। শিরোপার লড়াইয়ে ২-৬, ৬-৩ ও ৬-৩ গেমে জয় পেয়েছেন গফ।
আর তাতেই মাত্র ১৯ বছর বয়সেই জিতেছেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা। এর আগে গফের সর্বোচ্চ অর্জন ছিল গত বছরের ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল খেলা।
ম্যাচের শুরুতেই স্নায়ুচাপে ভুগছিলেন কোকো গফ। এই সুযোগে আক্রমণাত্মক হয়ে উঠলেন সাবালেঙ্কাও। তাতে প্রথম সেটে রীতিমতো উড়িয়েও দিলেন গফকে।
পরের দুই সেটে ফিরলেন দাপটের সঙ্গে। ২-১ সেটে তাকে হারিয়ে জিতে নিয়েছেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপাও।
রাই/ফই
- Advertisement -
