
টুর্নামেন্টের দ্বিতীয় দিনের গোলবন্যায় ইরানকে ভাসিয়ে বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড। এদিকে সাদিও মানেবিহীন সেনেগালকে হারিয়ে বিশ্বমঞ্চে ফেরা উদযাপন করলো ডাচ দল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ওয়েলসকে।
বিশ্বকাপ শিরোপার জন্য প্রায় ৬০ বছরের খরা কাটাতে কাতারে পা দিয়েছে ইংল্যান্ড। আর নিজেদের প্রথম ম্যাচে তারা জানান দিল নিজেদের শক্তিমত্তার। আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে ইরানকে ৬-২ গোলে হারিয়েছে হ্যারি কেইনরা।
গ্রুপ বি-র প্রথম ম্যাচে ইংল্যান্ডের পক্ষে জোড়া গোল করেন বুকায়ো সাকা। একটি করে গোল আসে জুড বেলিংহ্যাম, রাহিম স্টার্লিং, মার্কাস র্যাশফোর্ড ও জ্যাক গ্রিলিশের কাছ থেকে। এটি বিশ্বকাপে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। গত বিশ্বকাপে তারা পানামাকে ৬-১ গোলে হারিয়েছিল।
সাদিও মানের বিশ্বকাপে না থাকাটা যে সেনেগালের জন্য কতটা অপূরণীয় ক্ষতি সেটা হারে হারে টের পেলো আফ্রিকান দলটি। নেদারল্যান্ডসের সঙ্গে লড়াই করেও ডাচদের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হার বরণ করতে হয় তাদের।
ম্যাচের ৮৪ মিনিটে গাকপো এবং খেলা শেষের অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে গোল করে দলকে বিশ্বকাপে শুভ সূচনা এনে দেন ক্লাসেন।
৬৪ বছর পর বিশ্বকাপে ফিরে ওয়েলসের প্রথম প্রতিপক্ষ সমশক্তির দল যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম ম্যাচে আক্রমণ-প্রতি আক্রমণে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিয়েছে ফুটবল ভক্তদের।
গোছানো ফুটবল খেলে শুরুতে যুক্তরাষ্ট্র এগিয়ে গেলেও বিরতির পর ঠিকই সমতায় ফেরে ওয়েলস। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে বিশ্বকাপ মিশন শুরু করেছে দল দুটি।
