
ইভিএমে ভোট চায় না, সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে, নিজেদের অবস্থান জানালো দলটি। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ শুরু করেছে ইসি। প্রথম দিনে ১৩টি দলকে আমন্ত্রণ জানালো হয়, অংশ নেয় ১০টি দল।
ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে মানুষের খারাপ ধারণা রয়েছে। এখনো অনেকে মনে করেন, ইভিএম মানেই কারসাজি। তাই, এই যন্ত্রে ভোট চায় না, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
ইভিএমে ভোটগ্রহণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে, সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনে অংশ নিয়েছে ১০টি দল।
অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষ এখনো ইভিএমে ভোট দিতে প্রস্তুত নয়।
সিইসি জানান, সবার সঙ্গে সংলাপ শেষে ইভিএম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।
নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ৩৯টি। প্রথম দিনে ১৩টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। তাতে সাড়া দেয়নি গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ ও জাতীয় পার্টি-জেপি।
