19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

উৎসবের নগরী বুয়েনোস আইরেস, ফ্রান্সে দাঙ্গা

বিশেষ সংবাদ

- Advertisement -

৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জয়ে বাঁধভাঙ্গা উল্লাসে মেতে উঠেছে আর্জেন্টিনা। গতরাতে মহাকাব্য রচিত হওয়ার পরপরই মানুষের ঢল নামে রাজধানী বুয়েনোস আইরেসে। অন্যদিকে, হারের বেদনায় রীতিমতো দাঙ্গা দেখা দিয়েছে ফ্রান্সে।

তিন যুগের অপেক্ষার অবসান। তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। এরপরই হাজার হাজার আর্জেন্টিনার মানুষ রাজধানী বুয়েনোস আইরেসের রাস্তায় নেমে আসে। তাদের উল্লাস-উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা।

কাতার থেকে বুয়েনোস আইরেসের দূরত্বটা ১৩ হাজার ৮০৯ কিলোমিটার। এই দূরত্ব বাধা হয়নি আর্জেন্টাইনদের কাছে। লুসাইলে মেসিদের গগনবিদারী চিৎকার পৌঁছে গেছে আকাশে বাতাসে। আনন্দের ক্ষণ উপভোগে এই নগরী এখন উৎসবের।

ম্যারাডোনার পর নিজ দেশের হয়ে শিরোপার তৃষ্ণা মেটানো আর্জেন্টাইন দলের বিজয় উল্লাসে মেতে উঠেছেন আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকরা। আকাশী-নীলদের পতাকা, গায়ে জার্সি, মাথায় টুপিসহ আরও কত আয়োজন মেসিদের জন্য। জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর সব পথঘাট।

এত বছর পর বিশ্বজয়ের কাণ্ডারি মেসিকে নিয়ে গর্বের সীমা নেই। অনেকেই মেসির প্রশংসা করতে গিয়ে আবেগে আপ্লুত হন, চোখের জল ঝরান নিমিষেই।

আর্জেন্টাইন সমর্থকদের এমন আনন্দের রাতে, বিষাদে ডুবেছে ফরাসি সমর্থকরা। শিরোপা হাতছাড়া হওয়ার আক্ষেপে, রাজধানী প্যারিসসহ কয়েকটি শহরে ছড়িয়েছে দাঙ্গা। মোতায়েন করতে হয়েছে অতিরিক্ত পুলিশ।

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত