
এক মামলা থেকেই আইনজীবী পেয়েছেন প্রায় ১৪ কোটি টাকা। এতে আদালতও বিস্মিত। মোটা অংকের এই ফি নেন ইউসুফ আলী। যিনি গ্রামীণ টেলিকমের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের হয়ে মামলা লড়েছেন। এদিকে, প্রায় ১৪ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে, তার সব অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক।
ওকালতিতে লাভের মুখ দেখেছেন আইনজীবী ইউসুফ আলী। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান, গ্রামীন টেলিকমের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে মামলা লড়েছেন তিনি। তার এতো ইনকাম নিয়ে, আদালতও বিস্মিত।
ইউসুফ আলী, গ্রামীন টেলিকমের চাকুরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের আইনজীবী
অভিযোগ উঠেছে, প্রতিপক্ষের কাছ থেকেও টাকা পেয়েছেন। নিয়েছেন মামলা নিষ্পত্তির উদ্যোগ। আদালতে আবেদনও করা হয়েছে। এই অভিযোগ অস্বীকার করেন ইউসুফ আলী।
এদিকে, অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তার সব অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক।
গ্রামীণ টেলিকমের আলোচিত মামলাটিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা কে কতো টাকা ক্ষতিপূরণ পেয়েছেন, সেই তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
