
এল ক্লাসিকোর মহারণে এগিয়ে থাকার পর বার্সেলোনার কাছে ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগার শিরোপা জয়ের আরও কাছে কাতালানরা। অন্যদিকে লিগ ওয়ানে রেনের কাছে আবারো হোচট খেল পিএসজি।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে আবারো চমক দেখালো বার্সেলোন। পিছিয়ে পরেও চিরপ্রতিদ্বন্দীদের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাড়িয়েছে কাতালানরা। লা লিগার ক্লাসিকোতে রিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়ে লিগ শিরোপার আরো কাছে জাভি হার্নান্দেজরা।
ম্যাচের ৯ মিনিটেই রিয়ালকে এগি নেন রোনাল্ড আরাউহো। পিছিয়ে পড়ে গোল শোধের চেষ্টা করে যায় বার্সেলোনা। ম্যাচের ৪৫তম মিনিটে মেলে সাফল্য। সার্জিও রবার্তোর গোলে ম্যাচে সমতা ফেরায় বার্সেলোনা। এরপর ম্যাচের অন্তিম সময়ে আরেক গোল করে জয় ছিনিয়ে নেয় বার্সেলোনা। ৯২ মিনিটে ফ্রাঙ্ক কেসি গোল করে জয়োল্লাসে ভাসান কাতালানদের।
এদিকে পয়েন্ট তালিকার তলানির দল রেনের কাছে হোচট খেয়েছে মেসি এমবাপ্পেরা। ঘরের মাঠে দুই অর্ধে দুই গোল হজম করে ২-০ গোলে হেরেছে ক্রিস্তফ গালতিয়ের দল। একাম্বির গোলে রেন এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আহনু কালিমেন্দু।

আসরে প্রথম দেখায় গত জানুয়ারিতে রেনের মাঠের ১-০ গোলে হেরেছিল পিএসজি। সেই ক্ষতে প্রলেপ দেওয়া তো হলোই না, বরং ঘরের মাঠে আসরে প্রথম হারের স্বাদ পেল তারা।
