
২০১৮ সালের এশিয়া কাপ শ্রীলংকা দলের ইতিহাস শুধুই ব্যর্থতায় ভরা। ২ ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। সেই দুই ম্যাচেই ভরাডুবি হাথুরুসিংহের শিষ্যদের।
বাংলাদেশের কাছে হেরেছে ১৩৭ রানে। বাংলাদশের বিরুদ্ধে সর্বনিম্ন ১২৪ রানে অলআউট হয়েছে ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।
উপুল থারাঙ্গা ছাড়া কেউই ব্যাটে রান পাননি। দীর্ঘদিন পর দলে ফিরে লাসিথ মালিঙ্গা বল হাতে নিজের ক্যারিশমা দেখিয়েছেন। এছাড়া বলার মত কেউ কিছু করতে পারেননি। এশিয়া কাপের পাঁচ বারের চ্যাম্পিয়নদের ঘরে ফিরতে হয়েছে একদম খালি হাতে।
তাই শ্রীলংকা ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার।
অবশ্য ম্যাথিউসকে সরিয়ে দেয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি। বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে হারের পর ম্যাথিউসের নেতৃত্ব নিয়ে ব্যাপক সমালোচনা চলছিল। ম্যাথিউসের জায়গায় উইকেট কিপার ব্যাটসম্যান দিনেশ চান্দিমালকে একদিনের ম্যাচ এবং টি২০র দায়িত্ব দেয়া হয়েছে। টেস্ট দলের অধিনায়ক হিসেবে আগে থেকেই ছিলেন চান্দিমাল।
বোর্ডের সিদ্ধান্তের পর ক্রিকেট বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছেন ম্যাথিউস। চিঠিতে তিনি লিখেছেন, ‘আমাকে বলির পাঠা বানানো হয়েছে’। শ্রীলংকার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর কাছে পাঠানো চিঠিতে তিনি বলেন, তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
আহা/হাজা/মাও
