
ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো চ্যাম্পিয়নদের টপকে আইসিসি সুপার লিগে তিন নম্বরে বাংলাদেশ। ভালো ফর্মেও রয়েছে টাইগাররা। তাই, লাল-সবুজের দেশে আসবে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা, এমন আশা করাই যায়। বলছেন সাবেকরা।
আইসিসি ওয়ানডে সুপার লিগে দলগত পারফরম্যান্সে দারুণ ফল পেয়েছে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপ খেলার নিশ্চিতের পাশাপাশি পয়েন্ট টেবিলে তিনে অবস্থান করছে লাল সবুজের প্রতিনিধিরা। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রায় সবগুলো সিরিজেই রেখেছে নিজেদের ছাপ।
অনিশ্চয়তা নিয়ে সুপার লিগ শুরু হয়েছিল বাংলাদেশের। যেখানে এসে শেষ হলো, তাতে সন্তুষ্টই থাকার কথা সবার। ২৪ ম্যাচে ১৫ জয়, ৮ হার। ১ ম্যাচ ফলহীন। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে বাংলাদেশ সুপার লিগে মোট আটটি সিরিজ খেলেছে। ঘরের মাঠে চারটি। বাইরেও চারটি।
ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো চ্যাম্পিয়নদের টপকে গেছে বাংলাদেশ। এখন নজর বিশ্বকাপে।
এখন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। সাকিব তামিমদের বিশ্বকাপের যোগ্য দাবিদার বললেন, আরেক সাবেক ক্রিকেটার।
অধিনায়ক তামিম চেয়েছিলেন শীর্ষ চারে থেকে আইসিসি সুপার লিগ শেষ করতে। তিনে থাকায় মিশন হয়েছে সুসম্পন্ন। এবার বিশ্বকাপটাই চাই টাইগারদের।
