
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টাইগারদের ভাবনায় এবার টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে আগামী সোমবার থেকে শুরু হবে বিশ ওভারের লড়াই। ওয়ানডের পর এবার শর্ট ভার্সনের এই ক্রিকেটেও দাপট দেখাতে চান সাকিব আল হাসানরা।
ঘরের মাঠে আরেকবার দাপট দেখালো বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টাইগারদের এবার টি-টোয়েন্টি পরিক্ষা। যেখানে টাইগারদের লক্ষ্য হোয়াইটওয়াশ।
আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের বিশাল জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও দাপট দেখায় তামিমরা। সংগ্রহ করে ৩৪৯ রান। যা যেকোন দলের বিপক্ষে সর্বোচ্চ ইনিংস। তবে সেই ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হলে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ে বাংলাদেশের।
শেষ ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করে লাল সবুজের বাংলাদেশ। সফরকারীদের মাত্র ১০১ রানে গুটিয়ে দেয়ার পর প্রথম বারের মতো দশ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।
মুখোমুখি পাঁচ টি-টোয়েন্টিতে টাইগারদের জয় তিনটিতে। আর আইরিশদের জয় একটিতে। বাকি ম্যাচটি পরিত্যাক্ত। তবে এই নতুন পেসারের চোখ এই সিরিজেও দারুণ কিছু উপহার দেয়া।
চট্টগ্রামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে আগামী সোমবার মাঠে নামবে সাকিব বাহিনি। পরের দুই ম্যাচ ২৯ ও ৩১ মার্চ। ঘরের মাঠে এই টি-টোয়েন্টিতেই ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। আয়ারল্যান্ডকেও সেই বাংলাওয়াশ করতে চায় লাল সবুজের বাংলাদেশ।
রাজিবুল ইসলাম/ফই
