29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে মাছ

বিশেষ সংবাদ

Abhishek Sinha Roy
Abhishek Sinha Royhttps://nagorik.com
Abhishek Sinha Roy is a Broadcast Journalist. Currently, he is the Chief Executive News Producer of Nagorik TV.
- Advertisement -

কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছে ঝাঁকে ঝাঁকে মাছ। সৈকতে অপ্রত্যাশিত এই ঘটনা দেখতে ভিড় বেড়েছে উৎসুক জনতার। অনেকেই মাছগুলো জড়ো করে স্তুপ করেছেন। এ ব্যাপারে প্রশাসনের কাছ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি।

স্বাভাবিক অবস্থায় সমুদ্র সৈকতে একের পর এক ঢেউয়ের আছড়ে পড়ার দৃশ্যই শুধু দেখা যায়। তার সাথে ভেসে আসা মরা শামুক ও ঝিনুক-কুড়ি ইত্যাদিরও দেখো মেলে কখনো কখনো। এগুলো দেখতে দেখতেই সৈকতে সময় পার হয় পর্যটকদের।

কিন্তু এই চিরচেনা সৈকত মাঝে মাঝে বদলে যায়। ঘটে যায় অস্বাভাবিক কিছু। তাতে কখনো বাড়তি আনন্দ মেলে। কখনো বা কৌতুহল ও রহস্যের জন্ম দেয়। এই বার যেমন কক্সবাজার সৈকতে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে মাছ।

সৈকতের শৈবাল পয়েন্ট থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত যতদূর চোখ যায় শুধু মাছ আর মাছ। ঢেউয়ের তোড়ে বালিয়াড়িতে উঠে আসছে এসব মাছ। তবে সবই মৃত ও ছোট প্রজাতির। বৃহস্পতিবার সকালে জোয়ারের সময় এসব মরা মাছ ভেসে আসতে দেখেন স্থানীয়রা। 

মাছগুলো দেখতে ও কুড়াতে উৎসুক জনতার ভিড় বেড়েছে কয়েক গুন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়াবেটিস হাসপাতাল পয়েন্ট সৈকতের আধা কিলোমিটার এলাকাজুড়ে ভেসে আসা ছোট আকৃতির এসব মাছ স্থানীয়দের কাছে ‘চামিলা’ ও পোয়া হিসেবে পরিচিত। তবে এই মাছের সঠিক নাম ও বৈজ্ঞানিক নাম সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি।

জেলা প্রশাসনের কর্মকর্তারাও মাছ ভেসে আসার খবর পেয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে প্রশাসনের কোন উদ্যোগ বা বক্তব্য এখনো পাওয়া যায়নি।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত