21 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

কাতারে মেসির ১৫ রেকর্ড, খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা

বিশেষ সংবাদ

- Advertisement -

নিজের স্বপ্নের বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাওয়র কথা বললেন মেসি। ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা আন্তর্জাতিক ফুটবলকে রাঙিয়ে যেতে চান আরও কিছুদিন। এদিকে মেসিকে পরের বিশ্বকাপেও দেখতে চান আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্ক্যালোনি।

ঘোষণা দিয়েই বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলেছেন লিওনেল মেসি। যে ম্যাচে প্রথমবারের মতো হাতে তুলেছেন অধরা বিশ্বকাপ ট্রফি। তবে ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা আন্তর্জাতিক ফুটবলকে রাঙিয়ে যাবেন আরও কিছুদিন।

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন গণমাধ্যমে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়ে মেসি বলেন,  ‘গত বছর কোপা আমেরিকা আর এবার বিশ্বকাপ জিতলাম। জাতীয় দলের হয়ে খেলতে আমার সবসময়ই ভালো লাগে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ আমি খেলে যেতে চাই।

এবারের আগে আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। মেসির জন্ম এর এক বছর পর। প্রতিটি আর্জেন্টাইনের মতো তাঁরও ছোটবেলার স্বপ্ন ছিল, একদিন বিশ্বকাপ ট্রফি হাতে তুলবেন। কিন্তু ক্লাব ফুটবলে সম্ভাব্য সব ট্রফি জিতে ফেললেও বিশ্বকাপ শিরোপা রয়ে গিয়েছিল অধরা।

মেসিকে পরের বিশ্বকাপেও দেখতে চান বিশ্বজয়ী কোচ লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপ জয়ের পর তিনি বলেন, পরের বিশ্বকাপের জন্য মেসিকে তুলে রাখতে হবে আমাদের।

স্বপ্নের ট্রফি জয়ের পর নিজেকে খুবি গর্বিত অনুভব করছেন এই কোচ। তার ভাষায়, আমি খুবই গর্বিত। আমি বিশ্বকাপ জিততে পেরে খুব আনন্দিত।

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত