
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের স্যান সিরোতে রাত একটা মুখোমুখি হবে এসি মিলান ও ইন্টার মিলান। প্রথম লেগ জিতে ফাইনালে একপা দিয়ে রেখেছে এসি মিলান। তবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিতে চায় ইন্টার মিলানও।
১৩ বছর পর ফাইনালে ওঠার অপেক্ষায় ইন্টার মিলান। আর ফাইনালে যেতে হলে বড় ব্যবধানে জিততে হবে এসি মিলানকে, যা অনেকটাই কঠিন।
প্রথম লেগের ২-০ গোলের জয় পায় ইন্টার মিলান। তবে ব্যবধান খুব বেশি না হওয়ায় প্রত্যাবর্তনের সুযোগ দেখছে এসি মিলানও। এই প্রতিযোগিতায় অতীত সাফল্যও তাদের অনেক বেশি। সেই আত্মবিশ্বাসে শেষ চারের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিতে পারে তারাও।
তবে মিলানের সময়টা ভালো যাচ্ছে না বলেই খুব বেশি আশাবাদী হওয়া যাচ্ছে না। সবশেষ লড়াইয়ে তারা স্পেজিয়ার কাছে ২-০ গোলে হেরেছে। আর ইন্টার আছে উড়ন্ত ফর্মে। সাসুলোকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রস্তুতিটা দারুণভাবে সেরেছে তারা।
তাদের জন্য আরও স্বস্তির খবর হলো, এ জয়ে জোড়া গোল করেছেন তাদের তারকা স্ট্রাইকার রুমেলু লুকাকু। গোল পেয়েছেন লাওতারো মার্টিনেজও।
