- Advertisement -

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে একের পর এক গোল করে, একঝাঁক রেকর্ডের মালা গাঁথলেন আর্লিং হলান্ড। তার ৫ গোলে, শেষ আট নিশ্চিত করলো ম্যানচেস্টার সিটি।
দাপুটে ফুটবলে লাইপজিগকে ৭-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। অন্য দুই গোলদাতা কেভিন ডে ব্রুইনে ও ইলকাই গিনদোয়ান। লিগে মাত্র ২৫ ম্যাচে ৩০ গোলের রেকর্ড হলান্ডের। ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রথমার্ধে একাধিক হ্যাটট্রিকও তার। নকআউটে তিন গোল করা প্রথম খেলোয়াড়ও এই নরওয়েজিয়ান। সিটির হয়ে এক মৌসুমে ৩৯ গোল, এটিও রেকর্ড।
- Advertisement -
