
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান সুসংহত করল ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যান ইউ। এছাড়া, ঘরের মাঠে মোনাকোর কাছে হারল পিএসজি।

বাকিদের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল ম্যানচেস্টার সিটি। একের পর এক জয়ে পয়েন্ট টেবিলে ব্যবধানটা বাড়িয়ে নিচ্ছে পেপ গার্দিওলার শিষ্যরা। ১৫ ডিসেম্বর থেকে রেকর্ড টানা ১৮ জয় গার্দিওলা শীষ্যদের। রাতে আর্সেনালের মাঠে তাদের ১-০ গোলে হারিয়ে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিল টপার ম্যান সিটি।
অন্যদিকে দুই ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে সিটিজেনদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ম্যান ইউ।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারল না পিএসজি। রাতে লিগ ওয়ানের ম্যাচে ঘরের মাঠে মোনাকোর কাছে ০-২ গোলে হেরে গেছে পিএসজি। এ পরাজয়ে ৪ পয়েন্টে পিছিয়ে গেল এমবাপ্পের দল।
এদিকে, ইতালিয়ান লিগে মিলান ডার্বিতে ৩-০ গোলে বড় জয় পেয়েছে ইন্টার মিলানের। ম্যাচের ৫ মিনিটে মার্তিনেজের হেডে এগিয়ে যায় ইন্টার। ৬৬ মিনিটে ব্যবধান বাড়ান রোমেলু লুকাকু। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কন্তে শীষ্যরা।
কলি/লিশা//
