
আজ (শুক্রবার) সিরিজ নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে আটকে দিয়েছে ১৪৮ রানে। টসে হেরে ফিল্ডিং পায় বাংলাদেশ। এখন বাংলাদেশের সামনে লক্ষ্য ১৪৯ রানের। সিরিজের প্রথম ওয়ানডেতে প্রত্যাশিত জয় দিয়ে ওয়ানডে সুপার লিগ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
টসে জিতে ব্যাটিং নিয়ে শুরু থেকেই ধুঁকছে ক্যারবিয়রা। ৫ থেকে ১৮—এই ১৩ ওভারেই প্রথম ৫ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতেও ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশকে শুভসূচনা এনে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। আজ দ্বিতীয় ওয়ানডেতেও ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে শুভসূচনা এনে দেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
সাকিব-মিরাজের স্পিন ঘূর্ণিতে কুপোকাত উইন্ডিজ দল। মেহেদী হাসান মিরাজ ৯.৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। বিশ্বসেরা অলরান্ডার সাকিব আল হাসান ১০ ওভার বল করে ৩০ রান দিয়ে পেয়েছেন ২টি উইকেট। বাংলাদেশের পেস অ্যাটাকে মোস্তাফিজের কাটার-স্লোয়ার-সুইংয়ে নাজেহাল ক্যারবিয় ব্যাটিং লাইনআপ। নবাগত হাসান মাহমুদও পেয়েছেন ১টি উইকেট।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন রোভম্যান পাওয়েল। ৬৫ বলে ২টি চার ও ১টি ছয়ে ৪১ রান করেন। শেষ উইকেট জুটিতে পার্টনারশিপ ৪০ বলে ২৮ রান। পাওয়েল ছাড়া আর মাত্র দুজন ২০ এর ঘর পেরুতে পেড়েছেন। কর্ন ওটলি ৪৪ বলে ২২ রান এবং এনক্রুমা বনার ২৫ বলে ২০ রান করেন।
এ ম্যাচটি জিতলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের হ্যাটট্রিক হবে বাংলাদেশ দলের। ক্যারবিয়দের বিপক্ষে ২০১৮ সালে ঘরের মাঠে ও তাদের মাঠে- উভয় সিরিজই জিতেছিল টাইগাররা। এছাড়া সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১২২ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে ৪ উইকেট নেন দীর্ঘদিন পর মাঠে ফেরা সাকিব। এছাড়া অভিষিক্ত হাসান মাহমুদের ঝুলিতে যায় ৩ উইকেট। পরে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
সর্বশেষ স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১৪৮/১০। ওভার: ৪৩.৪
