
নিউজিল্যান্ডে পাক্কা দুই দিন ঘরবন্দি থাকার পর, বের হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। করোনা পরীক্ষায় সবার নেগেটিভ। শুক্রবার থেকে ৩০-৪০ মিনিট করে হাঁটার সুযোগ পাচ্ছে খেলোয়াড়রা। পুরোপুরি অনুশীলনে যেতে অপেক্ষা করতে হবে ১৪ দিন।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। স্বাভাবিক সময়ে সফরের দৈর্ঘ্য হতো সর্বোচ্চ ১৫ দিন। কিন্তু করোনা বাস্তবতায় তা তিনগুণ। প্রায় দেড় মাসের সফরে নিউজিল্যান্ড সফরে টিম বাংলাদেশ।
বুধবার ক্রাইস্টচার্চে পৌঁছায় টাইগাররা। পৌঁছেই সোজা কোয়ারেন্টিনে, পাক্কা দুই দিন এক ঘরে বন্দি। অবশেষে করোনা টেস্টে সবাই নেগেটিভ, তাই শুক্রবারই মুক্তবাতাসে নি:শ্বাসের সুযোগ। দেখাও পেয়েছেন, সতীর্থদের। সবমিলিয়ে আলাদা এক অনুভূতি।
২ মিটারের দূরত্বে প্রায় ৪০ মিনিট হাঁটাহাঁটি। সেটিই চলবে আগামী কিছুদিন। তাই বলেতো বসে থাকা যায় না। নিজ রুমেই শরীরচর্চা ও মানসিক প্রফুল্লতার দিকেই বেশি মনযোগ দিচ্ছেন তারা।সব ঠিক থাকলে পুরোপুরি অনুশীলনে যেতে টাইগারদের লাগবে আরও ১০ দিন। ২০ মার্চ প্রথম ওয়ানডে। পরাজয়ের দেয়াল ভাঙার প্রত্যাশায় কোচ রাসেল ডমিঙ্গো।
