
একঝাঁক সাহসী আর টগবগে তরুণের হাত ধরে নতুন দিনের সূচনা বাংলাদেশের ক্রিকেটে। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। অধিনায়ক সাকিবের বিশ্বাস, এমন রূপকথার পর, শুরু হলো টাইগারদের নতুন পথচলা।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। র্যাঙ্কিংয়ে তলানিতে থাকা বাংলাদেশের বিপক্ষে স্বাভাবিকভাবেই পরিষ্কার ফেভারিট তারা। হোক না সিরিজটি বাংলাদেশের মাঠে। তার উপর তাদের বিপক্ষে কোনো সংস্করণেই সিরিজ জয়ের রেকর্ড নেই টাইগারদের। কিন্তু মাঠে দেখা গেল ভিন্ন চিত্র। টাইগারদের কাছে পাত্তাই পেলনা জস বাটলাররা। মনে হচ্ছে নতুন যুগের সূচনা বাংলাদেশের ক্রিকেটে।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ১৬ রানে হারিয়ে ইংলিশদের বাংলাওয়াশের স্বাদ দিল টাইগাররা। যেকোনো ফরম্যাটের ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে প্রথমবার এমন কীর্তি গড়ল বাংলাদেশ।
ঘরের মাঠে ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের কঠিন পরীক্ষা দিতে হতো তা সবারই জানা ছিল। ইংল্যান্ডও সেভাবে নিজেদের গুছিয়ে এনেছিল। কিন্তু নিজেদের মাঠে পরাশক্তি হয়ে উঠা বাংলাদেশের সামনে কোনো পরীক্ষাই যেন বাধা হতে পারে না। হাথুরুসিংহে-সাকিব জুটিতে লেখা হলো অবিশ্বাস এক ইতিহাস।
এই জয়ে নতুন পথচলার সূচনা হবে বলে বিশ্বাস অধিনায়ক সাকিব আল হাসানের।
এই সিরিজে তরুণরা যেখাবে দায়িত্ব নিয়ে খেলেছেন তাতে করে এই দল অনেক দূর যাবে, আশা সাকিবের।
র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা ইংলিশরাও বুঝতে পারেননি এমন লজ্জ্বায় পড়তে হবে বাংলাদেশের মাটিতে। পূর্ণ শক্তির দল নিয়েও টি-টোয়েন্টিতে খালি হাতে ফিরতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের।