- Advertisement -

কোচিং ক্যারিয়ারে এক হাজার বার ডাগআউটে দাঁড়ালেন ইয়ুর্গেন ক্লপ। শীষ্যদের ইচ্ছা ছিলো, গুরুর এমন অর্জন, জয় দিয়ে রাঙানোর। কিন্তু, ম্যাচ শেষ হলো নিষ্প্রাণ গোলশূন্য ড্র দিয়ে।
ইংলিশ প্রিমিয়ার লিগে, গতরাতে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও চেলসি। অলরেডদের ঘরের মাঠে, শুরুতে বল জালে জড়ান চেলসির কাই হাভার্টজ। তবে, রিভিউতে তা বাতিল হয়ে যায়।
এরপর লিভারপুলকে জয় এনে দিতে, কম চেষ্টা করেননি সালাহ-গ্যাকপোরা। কিন্তু, গুরু ক্লপকে জয় এনে দিতে পারেনি তারা। লিগ টেবিলের অষ্টম স্থানে লিভারপুল, চেলসির অবস্থান দশম।
- Advertisement -
