
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নাগরিক টেলিভিশন। এনটিভিকে টাইব্রেকে ১-০ গোলে হারিয়েছে প্রধান প্রতিবেদক শাহনাজ শারমিনের দল।
মঙ্গলবার সকালে, রাজধানীর গুলিস্তানে ক্যাপ্টন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। অবশেষে খেলা গড়ার টাইব্রেকে। নাগরিকের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন মাজহারুল ইসলাম। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ঢাকা টাইমসকে হারায় নাগরিক। সেই ম্যাচে একাই তিন গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন আব্দুল্লাহ শাফী।
টুর্নামেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে ক্যাপ্টন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ আগস্ট।
রার/শাই/ফই
