27 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩

ঢাকায় আসবে আর্জেন্টিনা তবে শর্ত আছে অনেক

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

ঢাকায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এমনটাই জানিয়েছেন বাফুফের কর্তারা। তারা জানিয়েছেন, বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের বাংলাদেশে আসা এক প্রকার নিশ্চিত। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সেগুলো চূড়ান্ত হয়ে গেলে আগামী জুন মাসে ঢাকায় আসবে আর্জেন্টিনা দল।

কাতার বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। সেই সম্পর্ক এবার আরও এগিয়ে যেতে চলেছে। বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে আলোচনা চলছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে ঢাকায় আনার।

এবার সেই উদ্যোগের পালে হাওয়া লাগাতে শুরু করেছে। ঢাকায় আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের কর্তারা এমনটি জানিয়েছেন গণমাধ্যমকে।

বাফুফে সহ সভাপতি আতাউর রহমান মানিক বলেন, ‘জুন মাসের উইন্ডোতে বাংলাদেশে আসতে সম্মত হয়েছে আর্জেন্টিনা। তারা যেহেতু বিশ্ব চ্যাম্পিয়ন তাই তাদের অনেক শর্ত আছে। আমরা কাল সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়ে দেব।’

বাফুফে উইমেন্স উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও জানিয়েছেন ‘সব ঠিক থাকলে আর্জেন্টিনা দল আসবে জুন মাসে। প্রতিপক্ষ ঠিক হয়নি। মরক্কো, জাপান এসব দল চেষ্টা করা হচ্ছে।’

আলবিসেলেস্তেদের ঢাকায় আনতে মোটা অঙ্কের বাজেট করতে হবে বাফুফেকে। ২০১১ সালে খরচ হয়েছিলো সাড়ে তিন মিলিয়ন মার্কিন ডলার। চ্যাম্পিয়ন হয়ে যাওয়ায় এবার তাদের পেছনে খরচ করতে হবে সাত মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়া প্রতিপক্ষ দলের জন্য খরচ হবে তিন মিলিয়ন মার্কিন ডলার। সব মিলিয়ে কেবল দুই দলের জন্য লাগবে দশ মিলিয়ন ডলার।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারকাজের যা অবস্থা, তাতে খেলা হবে কোথায়, সেই প্রশ্ন চলেই আসে। কাজের কারণে মাঠটিতে খেলা বন্ধ। আর্জেন্টিনা আসার আগে তাই দ্রুত কাজ সেরে নেওয়ারও চাপ থাকবে বাফুফের ওপর।

২০১১ সালেও মেসির আর্জেন্টিনাকে ঢাকায় নিয়ে এসেছিল সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফে। সেবার নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়াম মাতিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা তারকা মেসি।

এবার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে তৈরি হয় তুমুল উন্মাদনা। বাংলাদেশের ভক্তদের উন্মাদনার খবর পৌঁছে যায় আর্জেন্টিনা দলের কাছেও।

সব মিলিয়ে দর্শকপ্রিয় দলটিকে ঢাকায় এনে ফুটবলের জাগরণ করতে চায় বাফুফে। বুধবার দুপুর আড়াইটাই বাফুফে ভবনে এসব বিষয় নিয়েই নিজেদের পরিকল্পনা জানাবেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।

কাতারে ৩৬ বছরের অপেক্ষা কাটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এরপরই দলটিকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা শুরু করে বাফুফে।

যুবরাজ ফয়সাল/ফই

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত