24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

তবে কে হচ্ছেন হেড মাস্টার?

বিশেষ সংবাদ

- Advertisement -

হেড কোচের পদ শূন্য, আগ্রহী চাকরিপ্রার্থী খুঁজতে বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। যোগ্য ও শক্ত হেড কোচ পেতে চেষ্টা চালাচ্ছে টাইগার বোর্ড। কিন্তু এখনো সেই চাওয়া পূরণ হয়নি।

 

এই নিয়ে জল ঘোলা হচ্ছে, সেখানে মাছ শিকারে ব্যস্ত কেউ। মিরপুর পাড়ায় গুঞ্জন, আবারো ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। পুনরায় সাকিব-তামিমদের কোচের ভূমিকায় দেখা যেতে পারে ‘কড়া হেড মাস্টার’ বলে পরিচিত চন্ডিকা। ভারতের সাবেক ক্রিকেট কিংবদন্তী সৌরভ গাঙ্গুলীকে নিয়েও আলোচনা হচ্ছে। বাংলাদেশের কোচ হতে স্বচ্ছ ভাবমূর্তির গাঙ্গুলী না কি নিজেই বেশ আগ্রহী। কিন্তু গুঞ্জন ডালপালা ছড়ালেও এর সত্যতা কেউ নিশ্চিত করেনি।

 

শিগগিরই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পেতে যাচ্ছে নতুন এক কোচ, এই আভাস বেশ শক্ত অবস্থান তৈরি করেছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস গণমাধ্যমকে জানিয়েছেন, ‘পুরনো কেউ ফিরছে না। বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব দেয়া হবে সম্পূর্ণ নতুন একজনকে।’

 

কিছু কাজ গুছিয়ে নিয়েছে বিসিবি। পেস বোলিং কোচ চার্ল লেঙ্গেভেল্ট ও স্পিন বোলিং কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টোরিকে নিয়োগ দেয়া হয়েছে। বাকি পদগুলো অপরিবর্তিত রয়েছে। স্টিভ রোডসের উত্তরসূরি পেতেই এখন ব্যাকুলতা।

 

ইতোমধ্যে প্রধান কোচ হতে সাক্ষাৎকার দিতে ঢাকায় এসেছেন সাউথ আফ্রিকার সাবেক কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো। প্রোফাইল ঘেটে বলা যায়, তেমন সমৃদ্ধ কোচিং কখনোই ছিলো না রাসেলের। তাই রাসেলের আশা এখানেই যতি টানতে হয়।

 

তবে কোনো কিছুই আর অনিশ্চিত নয় বাংলাদেশের ক্রিকেটে। হাথুরুসিংহে আসলে খুব অবাক হওয়ার কিছু থাকবে না। এরই মধ্যে শ্রীলঙ্কার কোচের চাকরি খুইয়েছেন লঙ্কান ক্রিকেট ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া এই কোচ। তাই সম্ভাবনা এখনই উড়াল দেয়া যায় না।

 

বাংলাদেশের ক্রিকেট আর শ্রাবণের আকাশ অভিন্ন সম্পর্কে জড়িয়ে। এই রোদ তো এই বৃষ্টি, তাই এর শেষ বলে কিছু নেই।

 

 

//শাই

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত