
টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ। লা লিগায় রায়ো ভায়েকানোকে ২-১ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে ইপিএলে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ১-১ গোলে রুখে দিয়েছে ব্রাইটন। ইপিএলের অন্য ম্যাচে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে চেলসি।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর লা লিগাতেও ভ্যালেন্সিয়ার কাছে হারতে হয়েছিল রিয়ালকে। টানা দুই ম্যাচে হারের পর অবশেষে জয়ে ফিরেছে কার্লো আনচেলত্তির দল।
লা লিগায় রায়ো ভায়েকানোকে ২-১ ব্যবধানে হারিয়ে রিয়াল। ম্যাচের ৩১ মিনিটে বেনজেমার গোলে এগিয়ে যাওয়ার পর ৮৪ মিনিটে সমতায় ফেরে ভায়েকানো। ম্যাচের শেষ মুহুর্ত্বে রিয়ালকে জয়ের আনন্দে ভাসান রদ্রিগো।
এদিকে ইপিএলে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছে ব্রাইটন। ২৫ মিনিটে ফিল ফোডেনের গোলে এগিয়ে গেলে ২৮ মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। ম্যাচের বাকি সময়কে আর কোন গোল না হওয়ায় পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়ে সিটিজেনরা।
মূল্যবান এক পয়েন্ট পেয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগ নিশ্চিত করল ব্রাইটন। ৩৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ব্রাইটন। শেষ রাউন্ডে যাই ঘটুক না কেন, তাদের অবস্থানের পরিবর্তন হবে না। ৫৮ পয়েন্ট নিয়ে সাতে অ্যাস্টন ভিলা। ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল।
ইপিএলে রাত একটায় চেলসির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে ম্যানইউ। সমান সংখ্যক ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১২ নাম্বারে চেলসি।
রাজিবুল ইসলাম/ফই
