
লিওনেল মেসিকে ছাপিয়ে বিশ্বকাপের আসরে এখন স্পটলাইটের আলোয় ক্রিশ্চিয়ানো রোনালদো। গতরাতে পেলে-মেসিদের ছাড়িয়ে নতুন উচ্চতায় উঠে গেছেন তিনি। টানা বা ভিন্ন পাঁচ আসরে গোল করার রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ মহাতারকা।
মাঠের বাইরের নেতিবাচক কাণ্ডে বারবার খবরের শিরোনাম হচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আবারও তিনি আলোচনায়। তবে এবার তার আসল কাজ মাঠের পারফরম্যান্স দিয়ে। বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা বা ভিন্ন পাঁচ আসরে গোল করার অনন্য কীর্তি গড়লেন পর্তুগিজ মহাতারকা।
কাতার আসরে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ঘানার বিপক্ষে গোল করে ইতিহাসের নতুন এই পাতায় নাম লেখান ৩৭ বছর বয়সী রোনালদো। চারটি আসরে গোল করে এতদিন পেলে, মিরোস্লাভ ক্লোসা, উয়ি সিলার ও লিওনেল মেসির পাশে ছিলেন রোনালদো। এবার সবাইকে ছাড়িয়ে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার উঠে গেলেন নতুন উচ্চতায়।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে ঝলক দেখান রোনালদো। প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ৩-৩ ড্রয়ের দিনে দলের সবগুলি গোলই করেন তিনি। গড়েন বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি। তখন তার বয়স ছিলো ৩৩ বছর ১৩০ দিন।
ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী গোলস্কোরার এখন রোনালদো। তিনি ছাড়িয়ে গেলেন সুইডেনের গুনার গ্রেনকে। ১৯৫৮ আসরে ৩৭ বছর ২৩৬ দিন বয়সে গোল করেছিলেন গ্রেন।
আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলস্কোরার রোনালদোর গোলসংখ্যা বেড়ে হলো ১১৮টি। যার ৮টি বিশ্বকাপে। আর একটি গোল করলেই তিনি ছুঁয়ে ফেলবেন বিশ্ব মঞ্চে পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি গোল করা ইউসেবিওকে। এই কিংবদন্তি ৯টি গোলই করেছিলেন ১৯৬৬ সালের বিশ্বকাপে।
