32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াই রাত ১টায়

বিশেষ সংবাদ

- Advertisement -

হারলেই বিদায়, জিতলে শেষ ষোলো। ড্র করলে, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। এমন কঠিন সমীকরণ নিয়ে, রাত ১টায় মাঠে নামছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ পোল্যান্ডও নকআউটে উঠতে মরিয়া। বিগ ম্যাচে মুখোমুখি মেসি ও লেভানদোভস্কি। এদিকে, মাঠে নামছে ফ্রান্স, ডেনমার্ক ও সৌদি আরব।

সহজ গ্রুপটাই হঠাৎ করে যেন কঠিন হয়ে গেল আর্জেন্টিনার। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচের হারটা মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যার মাশুল দিতে হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসেও। রাত ১টায় পা ফসকালেই শেষ কাতার বিশ্বকাপ অধ্যায়।

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে কাতারে এসেছিল আর্জেন্টিনা। তবে সেই রেকর্ড তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে সৌদি আরব। র‍্যাঙ্কিংয়ে যোজন যোজন পিছিয়ে থাকা দলটার কাছে প্রথম ম্যাচেই হোঁচট খায় আকাশী-নীলরা। ২-১ গোলের ব্যবধানে অনাকাঙ্ক্ষিতভাবে সেই ম্যাচ হেরে যায়। দ্বিতীয় ম্যাচ মেক্সিকোর বিপক্ষে জয় পেলেও শেষ ষোলো ভাগ্য এখনো দুলছে।

আজ জয় পেলে সরাসরিই শেষ ষোলোতে পা রাখবে আর্জেন্টিনা। হেরে গেলে কিংবা ড্র করলে ভাগ্য নির্ধারণ হবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফলাফলে। সেই ম্যাচে যেকোনো দল জয় পেলেই বিদায় ঘটবে আর্জেন্টিনার। তবে সৌদি আরব-মেক্সিকো ম্যাচ গোলশূন্য কিংবা এক গোলে ড্র হলে আর্জেন্টিনা উঠে যাবে। তবে একাধিক গোলে ড্র হলে গোল ব্যবধানে আর্জেন্টিনাকে বিদায় নিতে হতে পারে।

এদিকে, শেষ ষোলোয় উঠতে রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে লড়বে সৌদি আরব। নকআউট পর্বে যেতে রাত ৯টায় ডেনমার্কের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অন্যদিকে, শেষ ষোলো আগেই নিশ্চিত ফ্রান্সের। গ্রুপ পর্বে টানা তৃতীয় জয়ের লক্ষ্যে, রাত ৯টায় তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে এমবাপ্পেরা।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত