
কাতার বিশ্বকাপের আগে, দারুণ প্রস্তুতি সারলো আর্জেন্টিনা ও ব্রাজিল। দুই দলই রীতিমতো উড়ছে। রেকর্ড ৩৫ ম্যাচে অপারাজেয় আর্জেন্টিনা। আর ব্রাজিল হারেনি টানা ১৫টি ম্যাচে। এদিকে, পর্তুগালকে হারিয়ে নেশনস লিগের ফাইনালসে উঠে গেছে স্পেন।
আর কতোগুলো ম্যাচে হার এড়াতে পারবে আর্জেন্টিনা? কে জানে! আপাতত খবর হলো, লিওনেল মেসির আকাশী-নীল দল, টানা ৩৫ ম্যাচ অপারাজেয় থেকে, এখন কেবল আকাশেই উড়ছে।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জ্যামাইকার মুখোমুখি মেসিরা। শুরুতেই এগিয়ে গেলো আর্জেন্টিনা। এরপর রক্ষণ জমাট রেখে খেলতে থাকে প্রতিপক্ষ। কিন্তু, প্রথমার্ধে না নামলেও, দ্বিতীয়ার্ধে মাঠে হাজির মেসি। আর পাল্টে গেলো দৃশ্যপট। জোড়া গোল করলেন মেসি। ৩-০ গোলের অনায়াস জয় নিয়ে, বিশ্বকাপের প্রস্তুতি সারলো আর্জেন্টিনা।
ওদিকে, টানা ১৫ ম্যাচ অপারাজেয় থাকার ম্যাচে, ব্রাজিলের গোল উৎসব। টানা সাত জয়ের আত্মবিশ্বাস নিয়ে, কাতার বিশ্বকাপে পা রাখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রীতি ম্যাচে প্যারিসে মাঠে নেইমারদের প্রতিপক্ষ তিউনিসিয়া। পুরো ম্যাচজুড়েই দাপুটে ফুটবল উপহার দিলো ব্রাজিল। জাদুকরী পারফরম্যান্সে, নিজেকে মেলে ধরলেন রাফিনিয়া। সঙ্গে রিশার্লিসন, নেইমারও পেলেন জালের দেখা। মন ভরানো খেলা দেখিয়ে, ৫-১ গোলের জয় নিয়ে, বিশ্বকাপের প্রস্তুতিটা দারুণভাবেই সারলো, তিতের দল।
এদিকে, নেশনস লিগে ছিলো হেভিওয়েট ম্যাচ। পর্তুগাল বনাম স্পেন। হার এড়ালেই, চলতো রোনালদোদের। শুরু থেকে আক্রমণও হলো একের পর এক। সুযোগও এলো। কিন্তু, কাজে লাগলো না কিছুই। শেষ দিকে বাজিমাত করলো স্পেন। মোরাতার একমাত্র গোলে, চার দলের ফাইনালস নিশ্চিত করলো তারা।
