29 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

ফাইনালে মেসি আর রোনালদোর লড়াই হলে কেমন হয়?

বিশেষ সংবাদ

- Advertisement -

কে সেরা? লিওনেল মেসি না কি ক্রিশ্চিয়ানো রোনালদো? এবারের বিশ্বকাপে তার একটা মিমাংসা হওয়ার সুযোগ রয়েছে। একটা ভবিষ্যৎবাণী বলছে, ফাইনাল খেলতে পারে আর্জেন্টিনা আর পর্তুগাল। এমন চূড়ান্ত লড়াই হওয়ার সম্ভাবনা কতটুকু?

আর্জেন্টিনা ব্রাজিল কিংবা আর্জেন্টিনা-জার্মানি দ্বৈরথের কথা সবারই জানা। কিন্তু কখনোই পর্তুগালের সঙ্গে আর্জেন্টিনার দ্বৈরথের কথা শোনা যায় না।

তবে হাল আমলে বিশেষ করে গত দেড় দশকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সমান্তরাল সাফল্যে কে সেরা, এই নিয়েও দুই ভাগে বিভক্ত ফুটবল দুনিয়া। বর্ষসেরা ফিফা ব্যালন ডিঅরের দৌড়ে কখনো মেসি কখনো রোনালদো। স্প্যানিশ লা লিগাও আলাদা জায়গা করে নেয় মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতার কারণেই।

বেলা সবারই পড়ে আসে, মেসি-রোনালদোও এখন ফুটবল ক্যারিয়ারের গোধুলী লগ্নে। বলা হচ্ছে শেষ বিশ্বকাপের মঞ্চে নামবেন ৩৫ ও ৩৭ বছর বয়সী মহা তারকারা।

বিশ্বকাপ সামনে রেখে বিভিন্ন সময় প্রেডিকশন হয় কারা যাচ্ছে ফাইনালে। এমনই প্রেডিকশন করেছে একটি সুপার কম্পিউটার। তারা সেখানে মেসি-রোনালদো অর্থাৎ আর্জেন্টিনা ও পর্তুগালের ফাইনাল গল্পই লিখেছে। ফিফা গেম ডেভেলপাররাও এই দুই দলের ফাইনাল নিয়ে গেম বানাচ্ছে।

এসব কারণেই আর্জেন্টিনা-পর্তুগাল ফাইনালের কথা বলছেন অনেকেই। কিন্তু সেটি কি সম্ভব? গ্রুপ পর্বের ম্যাচগুলোর একটি বিশ্লেষণ, সেই সম্ভাবনার কথাই জানাচ্ছে। হেরফের হলেও সেমিফাইনালের মহারণেও হতে পারে তাদের দেখা।

দ্য স্পোর্টিং নিউজের বিশ্লেষণ বলছে, গ্রুপ সি-তে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে রাউন্ড সিক্সটিনে তাদের সঙ্গে দেখা হতে পারে ডেনমার্ক, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস আর সেমিতে স্পেইন।

আর গ্রুপ এইচে পর্তুগাল চ্যাম্পিয়ন হলে, তাদের সঙ্গে রাউন্ড সিক্সটিনে সুইজারল্যান্ড, কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, আর সেমিতে ফ্রান্সের দেখা হতে পারে। অর্থাৎ, তাদের যদি ফাইনালে দেখা হতে হয়, তাহলে এসব প্রাচীর ভাঙতে হবে।

আবার যদি গ্রুপ পর্বে আরজেন্টিনা রানার আপ হয়, সেক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে হতে পারে। আর সেই পথ গিয়ে মিলবে সেমিফাইনালে। সেক্ষেত্রে মেসিদের সামনে থাকবে রাউন্ড সিক্সটিনে ফ্রান্স, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড।

প্রশ্ন আরও আছে! যদি দুই দলই গ্রুপ পর্বে রানার আপ হয় সেক্ষেত্রে আবার ফাইনালেই দেখা হবে। তখন ফ্রান্স ইংল্যান্ডের পর বেলজিয়ামের সঙ্গে সেমিফাইনাল হবে। আর পর্তুগালের প্রথম বাধা আসবে রাউন্ড সিক্সটিনেই ব্রাজিলের সামনে। কোয়ার্টারে স্পেইন আর সেমিতে দেখা হবে নেদারল্যান্ডসের সঙ্গে।

এসব সমীকরণ যদি খাপে খাপ মিলে তখনই হয়তো মেসি রোনালদোর স্বপ্নের ফাইনালে মুখোমুখি হতে পারেন।

আরওে একটি প্রশ্ন আছে। বিশ্বকাপে দুই দলের মুখোমুখির ফলাফল কী? সত্যি বলতে কী, আর্জেন্টিনা-পর্তুগাল বিশ্বকাপের মহারণে কখনো মুখোমুখিই হয়নি। তাহলে চলুন আমরা একটা দারুণ ফাইনালের জন্য মুখিয়ে থাকি!

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত