- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ছুটি কাটিয়ে এক সিরিজ পর দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ১৫ সদস্যের দলে জায়গা হয়নি তরুণ বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর।
নেই ইমরুল কায়েসের নাম। আগামী ২৩, ২৫ ও ২৮ মে মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।
দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর ১টা থেকে। শেষ ম্যাচের আগে আবার নতুন করে স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।
ফিহো/ফই
- Advertisement -
