
মৃত্যুকুপের সামনে দাঁড়িয়ে মেসির আর্জেন্টিনা। হারলেই বিদায়, আর জিতলে টিকে থাকবে বিশ্বকাপের লড়াইয়ে। এমন কঠিন সমীকরণে রাত একটায় মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে মেসিরা। অন্যদিকে, প্রথম ম্যাচে ড্র করা মেক্সিকোও চাইবে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের পথটা পরিস্কার করতে।
বিশ্বকাপে ফেবারিটের তকমা নিয়ে আসা আর্জেন্টিনা এখন মহাবিপদের সামনে দাঁড়িয়ে। সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপ জয় তো দূরে, টিকে থাকার স্বপ্নটা এখন ফিকে হয়ে গেছে মেসিদের। তবে ভক্তদের আস্থা রাখতে বলছেন মেসিরা। মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে- সেই বার্তাই দিয়েছেন আলবিসেলেস্তাদের কোচ এবং অধিনায়ক।
ডু অর ডাই ম্যাচে মেক্সিকোর বিপক্ষে রাত একটায় মাঠে নামবে আর্জেন্টিনা। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচ জিততে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কি পরিকল্পনা সাজিয়েছেন সেটা জানার উপায় নেই। মেক্সিকোর বিপক্ষে কোন কৌশলে খেলানো হবে, কোন পজিশনে কাকে রাখা হবে, এটা নিয়ে বিস্তর বিশ্লেষণ করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।
মেক্সিকোর বিপক্ষে লড়াইয়ে শুরুর একাদশে পরিবর্তন আনার ভাবনা রয়েছে স্কালোনির। বিশ্বকাপে আগের তিনবারের সাক্ষাতে সবকটিতে মেক্সিকোকে হারিয়েছে আর্জেন্টিনা। সৌদি ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরোকে শুরুর একাদশে রেখেছিলেন স্কালোনি। ৫৯ মিনিটে তার পরিবর্তে নেমেছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। ম্যানইউ এই তারকাকে দেখা যাবে মেক্সিকো ম্যাচের প্রথম থেকেই।
লো সেলসো না থাকায় তার জায়গায় ছিলেন পাপু গোমেজ। মাঝমাঠে রদ্রিগো ডি পল ও লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। তবে পারেননি নামের প্রতি সুবিচার করতে। মাঝমাঠের বামদিকে পাপুর জায়গা নিতে পারেন এনজো ফার্নান্দেজ কিংবা আলেক্সিক ম্যাক আলিস্তার। রাইট-ব্যাক ও লেফট-ব্যাক পজিশনেও দেখা যেতে পারে বদল। নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় মার্কোস আকুনিয়া এবং নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্তিয়েল সুযোগ পেতে পারেন।
এদিকে মেসিকে ঠেকাতে প্রস্তুত মেক্সিকোর গোলরক্ষক গিলার্মো ওচোয়া। এমন ম্যাচে মেসির সামনে দেয়াল হয়ে দাঁড়াতে পারেন তিনি। বয়সের বিচারে ক্যারিয়ারে পড়তি সময় চলে এলেও পোল্যান্ডের বিপক্ষে রবার্ট লেভান্ডোভস্কির পেনাল্টি ঠেকিয়ে জানিয়ে দেন নিজের ঝাঁজ। বিশ্বকাপের পরবর্তী ধাপে কোয়ালিফাই করার জন্য ম্যাচটি তাই মেক্সিকোর কাছেও সমান গুরুত্বপূর্ণ।