
ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলায় ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর এবার শেষ ম্যাচেও জয়ে রাঙ্গাতে চায় টাইগাররা। আর সাকিবদের বিপক্ষে বাংলাওয়াশের লজ্জ্বায় পরতে চায় না জস বাটলাররাও।
ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ। তবে সিরিজের এখনও এক ম্যাচ বাকি। আজ নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাওয়াশের লক্ষ্যেই মাঠে নামবেন সাকিব আল হাসানরা। তবে সফরকারী জস বাটলারের দল চায় অন্তত শেষ ম্যাচ জিতে সান্ত্বনা খুজে নিতে।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ছিল সিরিজ জয়। তবে সেটি এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে টাইগাররা। এবার বাংলাদেশের সামনে আবারও ইতিহাস গড়ার হাতছানি। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পান সাকিবরা। ওই ম্যাচে টাইগার ক্রিকেটাররা বল-ব্যাটে দুর্দান্ত পারফর্ম উপহার দিয়েছিলেন।
এরপর মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আতিথ্য দেয় বাটলারদের। সেখানে ম্যাচের শেষ পর্যন্ত রোমাঞ্চকর লড়াইয়ের পর ইংল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ সিরিজ জিতে নেয়। কেবল ঘরের মাঠ বলেই নয়, সবমিলিয়ে এবারই প্রথম ইংল্যান্ডকে বাংলাওয়াশ করার সুযোগ পেয়েছে টাইগাররা।
ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটিতে হাফ সেঞ্চুরি রয়েছে নাজমুল হোসাইন শান্তর। টি২০ সিরিজে এখন সর্বোচ্চ রান তাঁর। আজ শেষ ম্যাচেও ধারাবাহিকতা রাখার চেষ্টা থাকবে এই টপঅর্ডারের। বোলারদের মতো ব্যাটাররা আজ ধারাবাহিকতা রাখলে ইংলিশদের হোয়াইটওয়াশ সময়ের ব্যাপার মাত্র।
বিশ্বচ্যাম্পিয়নদের আজ হোয়াইটওয়াশ করতে পারলে বিসিবি থেকে বড় অর্থ পুরস্কার পাবে টাইগাররা।