30 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

বাংলাদেশের ফুটবল আগাচ্ছে নাকি পেছাচ্ছে ?

বিশেষ সংবাদ

- Advertisement -

দেশের ফুটবল প্রতিনিয়তই উন্নতি হচ্ছে। এমন কথা বরাবরই শোনা যায় বাফুফের সভাপতি থেকে দায়িত্বরত কর্তাদের মুখ থেকে। তবে মাঠের খেলায় সেই ছাপটা মোটেও খুঁজে পাওয়া যায় না। ঘরের মাঠে আফগানিস্তানকে পেলেও জয় না পাওয়াটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আসলে কোন দিকে যাচ্ছে দেশের ফুটবল। শুনবো সাবেকদের কাছ থেকে।

বাংলাদেশের সবশেষ আন্তর্জাতিক ২০ ম্যাচের হারের পাল্লাটাই বেশি। ৮ ম্যাচে হারের বিপরিতে জয় মাত্র ৬ ম্যাচে। ড্র করা ম্যাচও সমান সংখ্যাক। এই চিত্রটা দেখলেই বোঝা যায় দেশের ফুটবল এগোচ্ছেনা পেচাচ্ছে।

সম্প্রতি দেশের ফুটবলের সবচেয়ে বড় তরকা জামাল ভূঁইয়া পারি জমিয়েছেন আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দ্যা মায়োতে। এই ক্লাবে যোগ দেয়ার পর দলের অনুশীলনে তাকে নিয়মিত না পাওয়ারি কথা। যেটা দেখা গেলো সদ্য শেষ হওয়া আফগানিস্তানের ম্যাচে।

দলের অন্য সদস্যরা নিয়মিত অনুশীলন করলেও জামালকে দল পেয়েছে মাত্র কয়েকদিন। যার প্রভাব মাঠেও ছিল স্পস্ট। নিজেদের মাঠ পেয়েও একটা ম্যাচেও জয় উপহার দিতে পারেনি লাল সবুজরা।  প্রাপ্তি বলতে শুধু এক গোল।

সাবেকরা বলছেন- ঘরের মাঠে জয় পাওয়া উচিত ছিল।

দলের সহকারী কোচ হাসান আল মামুনের চোখে বাংলাদেশ ভালো খেলেছে।

এমনিতেই আন্তর্জাতিক ম্যাচে সফলতা কম। এরমধ্যে যদি আবার ঘরের মাঠেও জয় না পাওয়া যায়। তাহলে কিভাবে এগোবে দেশের ফুটবল।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত