
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই জয় পেয়ে, ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। এবার দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।
চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে, আগামী রোববার বেলা ৩টায় মিরপুরে মুখোমুখি হবে দুই দল। গতকাল ২০ ওভারের ফরম্যাটে ইংলিশদের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ। এর ধারাবাহিকতা ধরে রাখতে চায় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।