19 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ আগামীকাল সকাল ৯টায়

বিশেষ সংবাদ

- Advertisement -

সুপার টুয়েলভে গ্রুপের শীর্ষে বাংলাদেশ। কিন্তু, দ্বিতীয় ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। তাই, বাড়তি সতর্ক সাকিব আল হাসানের বাহিনী। জয় পেলেই, সহজ হয়ে যাবে সেমিফাইনালের পথ। অস্ট্রেলিয়ার সিডনিতে দুই দলের লড়াই, আগামীকাল সকাল ৯টায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে প্রথম ম্যাচে ৯ রানে হারায় সাকিব আল হাসানের দল। দারুণ বোলিং করেন বাংলাদেশের পেসাররা।

ডাচদের অলআউট করায় ৭ উইকেটই পেসারদের। সিডনিতে কাল সকাল ৯টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। কঠিন এই ম্যাচ সামনে রেখে বাংলাদেশের পেসারদের ভূয়সী প্রশংসায় মেতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব।

হোবার্টে কনকনে ঠান্ডার মধ্যে খেলে ডাচদের হারায় টাইগাররা। সে তুলনায় সিডনিতে ঠান্ডা কম। এখানেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে মেঘাচ্ছন্ন পরিবেশের মধ্যে টস হেরে আগে ব্যাট করে দুইশ রান করেছিল নিউজিল্যান্ড।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায়, পয়েন্ট টেবিলে অনেকটাই চাপে প্রোটিয়রা। সুপার টুয়েলভে একটি পয়েন্টও গুরুত্বপূর্ণ, তাই বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া আর কিছুই ভাববে না দক্ষিণ আফ্রিকা। এসব দিক বিচারে চাপটা দক্ষিণ আফ্রিকার ওপরই বেশি।

ওপেনিং জুটি নিয়ে বাংলাদেশের সমস্যা নতুন কিছু নয়। গত ম্যাচে তবু কিছুটা ভালো শুরু হয়েছে। ৫ দশমিক ১ ওভার পর্যন্ত ৪৩ রানের জুটি গড়েন সৌম্য সরকার ও নাজমুল হোসেন। দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। তাই কালকের ম্যাচে সতর্ক হয়েই মাঠে নামবে বাংলাদেশ।

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত