
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডের মত টেস্টেও বেশ আত্মবিশ্বাসি বাংলাদেশ। রঙিন পোষাক ছেড়ে এবার সাদা পোশাকে মাঠে নামার আগে এমনটাই জানালেন পেসার তাসকিন আহমেদ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কাল ২টায় মাঠে নামবে টাইগাররা।
টেস্ট ইতিহাসে প্রোটিয়াদের বিপক্ষে ইতিহাস মোটেও ভালো নয় বাংলাদেশের। মোট ১২ ম্যাচের মধ্যে ১০টিতেই হার। সফলতা বলতে মাত্র দুইটি ড্র।
ওয়ানডে সিরিজ জিতে উড়ছে বাংলাদেশ, তাই এমন পরিসংখ্যানকে সামনে আনতে চায় না টাইগাররা। টেস্টেও ভালো করার স্বপ্ন তাদের।
বাংলাদেশ জাতীয় দল পেসার তাসকিন আহমেদ প্রথম টেস্টে মাঠে নামার আগে ফর্মের তুঙে আছেন তাসকিন আহমেদ।
ওয়ানডে সিরিজ জিতে মানসিক দিক দিয়ে অনেকটাই এগিয়ে মুমিনুলরা। টেস্টেও যদি এই শক্তিটা কাজে লাগানো যায় তাহলে সাদা পোশাকেও ভালো করার সম্ভাবনা দেখছেন দলের সদ্যরা।
রাই/ফই
