29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩

বাজে আচরণের কারণ সাকিবের জরিমানা

বিশেষ সংবাদ

Rabi Shankar Das
Rabi Shankar Dashttp://www.nagorik.com
Rabi Shankar Das is a Social Media Expert, Writer & Digital Journalist. He is working in Bangladesh's Entertainment & News Media industry since 2018.
- Advertisement -

সাকিব আল হাসানের কাছে জরিমানা দেওয়া নতুন কিছু না। খেলার মাঠে এবং মাঠের বাইরে আচরণের জন্য শাস্তির মুখোমুখি হতে হয়েছে কয়েকবার।

বিপিএলের সোমবারের ম্যাচে সাকিব আল হাসানকে জরিমানা করা হয়।

কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম ঢাকা ডায়নামাইটসের খেলায় আম্পায়ারের সাথে বাজে আচরণের কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হয়।

কুমিল্লার বিপক্ষে বল করার সময় নবম ওভারের পঞ্চম বলে ইমরুল কায়েসের বিপক্ষে এলবিডাব্লিউর আবেদন করেন সাকিব।

শ্রীলংকান আম্পায়ার র‍্যানমোর মার্টিনেজ আবেদনে সারা না দিলে সাকিব দৃষ্টিকটু প্রতিক্রিয়া দেখান। শাস্তি হিসেবে সাকিবকে গুনতে হয়েছে ম্যাচ ফির ৫০ শতাংশ। শুধু ম্যাচ ফি নয়, সাকিবের  নামের পাশে যোগ হচ্ছে ৩টি ডিমেরিট পয়েন্ট। আর ১ ডিমেরিট পেলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন বিশ্ব সেরা অলরাউন্ডার।

এবারের বিপিলে জরিমানার খাতা প্রথমে খুলেছিলেন সাব্বির রহমান। এর পরে তামিম ইকবাল এবং লিটন দাস।

এর আগেও আম্পায়ারের সাথে বাজে আচরণের কারণে বিপিএল জরিমানা গুনতে হয়েছিল সাকিবকে।

আহা//মাও
- Advertisement -

আরও পড়ুন

সর্বাধিক পঠিত