
হয়ে গেল বিপিএলের নবম আসরের প্লেয়ার ড্রাফট। শক্তিশালি দল গঠন করতে চেষ্টা করে গেছে সাতটি ফ্র্যাঞ্চাইজি। ৭ ক্যাটাগরিতে দেশীয় ক্রিকেটার ছিল ২২০ জন। এ থেকে জি ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৮০ লাখ টাকা। এদিকে, সাকিবের বরিশালে আছেন মাহমুদউল্লাহ আর মুশফিককে দলে ভিড়িয়েছেন মাশরাফি।
আগামী বছরের জানুয়ারীর প্রথম সপ্তাহে পর্দা উঠছে বিপিএলের নবম আসর। যার জন্য সকাল থেকেই চলে সাত দলের প্লেয়ার ড্রাফট। আগেই অবশ্য ডিরেক্ট সাইনিংয়ে আসরের ৭ ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে দলে ভিড়িয়েছে ৭ জন আইকনিক ক্রিকেটারকে।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ৭ ক্যাটাগরিতে ছিল ২২০ জন দেশী ক্রিকেটার। এ থেকে জি ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ৮০ লাখ এবং সর্বনিম্ন ৫ লাখ টাকা।
সিলেটের অধিনায়ক মাশরাফি জানালেন, পছন্দমতই দল গঠন করতে পেরেছে তার দল। তবে আরেকটা ভালো হতেও পারতো।
চট্টগ্রামও তাদের পছন্দমত দল গঠন করতে পেরেছে। বরাবরের মত এবারো ভালো করতে চায় তার দল।এবারের বিপিএলকে অনেক চ্যালেঞ্জ বলে মনে করছেন বিসিবি। তবে, এই কঠিন সময়ে সাতটি দল গঠন করতে পেরে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
রাজিবুল ইসলাম/ফই
