
বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহ বাকি নেই। ইউরোপের শীর্ষ লিগের খেলা শেষ হয়েছে রোববার রাতে। এরপরই তারকারা যার যার জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন। মেসিরা এর মধ্যেই কাতারে পৌছেছেন। তবে মূল মঞ্চে নামার আগে জুভেন্তাসের ট্রেইনিং ফ্যাসিলিটিতে অনুশীলন করছে ব্রাজিল দল।
ফরাসি লিগে অঁজের বিপক্ষে পিএসজির হয়ে ম্যাচ খেলেন লিওনেল মেসি। ম্যাচের ৭৫ মিনিটে বদলি হিসেবে মাঠের বাইরে চলে আসার পর আর দেরি করেননি। কোচের অনুমতি নিয়েই ছুটে গেছেন বিমানবন্দরে।
সোমবার সকালেই মেসি চলে এসেছেন আবু ধাবিতে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনা এখানেই প্রস্তুতি ক্যাম্প করছে। মেসির সঙ্গে ক্যাম্পে আরও যোগ দিয়েছেন ইউভেন্তাসের দুই তারকা খেলোয়াড় আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস।
১৬ নভেম্বর আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে মেসিদের।
ব্রাজিল এবারও বিশ্বকাপে পা রাখছে অন্যতম সেরা দল হিসেবেই। বিশ্বকাপের আগে ইউরোপে অনুশীলন ক্যাম্প গেড়েছে ব্রাজিল। রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়নরা এখানেই খেলবে ৫ ম্যাচ। এরপর উড়াল দেবে দোহার উদ্দেশে।
সোমবার সকালে জুভেন্তাসের ট্রেইনিং ফ্যাসিলিটিতে সবাই এসেছেন সময় মতো, আসেননি কেবল নেইমার আর মারকিনিয়োস। যান্ত্রিক গোলযোগের কারণে বিমান পরিবর্তন করে বিপত্তিতে পড়েন তারা।
এদিকে কে বিশ্বকাপ জিতবে সে নিয়ে শুরু হচ্ছে নানা জল্পনা। টানা ৩৬ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। তারা অন্যতম ফেভারিত। তবে স্বয়ং লিওনেল মেসিই তাঁর দেশকে ফেবারিটের কাতারে রাখতে চাইছেন না। ফেবারিট-তত্ত্বে বিশ্বাস নেই মেসির। তবে ফেভারিট হিসেবে ব্রাজিল ও বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের নামও তালিকায় আছে।