
সুইজারল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলতে ব্রাজিল। আর এই জয়ে গোটা বিশ্বের মতো বাংলাদেশেও লেগেছে উৎসবের হাওয়া। বড় পর্দায় খেলা দেখতে বিশ্ববিদ্যালয়ে যোগ হয়েছে বাড়তি উন্মাদনা। গতরাতে প্রিয় দলের কাঙ্ক্ষিত জয় পেয়ে, উল্লাসে-উচ্ছ্বাসে বাড়ি ফিরেছেন কয়েক হাজার সমর্থক।
বিশ্বকাপে কাল রাতে ছিলো ব্রাজিলের ম্যাচ। সুদূর রিও ডি জেনেরিও থেকে কাতারের দোহার উৎসব ছড়িয়ে পড়ে ঢাকাতেও। খেলা শুরুর আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলের মাঠে আসতে থাকে ব্রাজিলের ফুটবল ভক্তরা।
কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীই নয়, ঢাকার নানা এলাকা থেকে বড় পর্দায় ম্যাচ দেখতে মানুষ এসেছে। ব্রাজিলের জার্সি গায়ে, পতাকা উড়িয়ে, ভুভুজেলা বাজিয়ে ক্যাম্পাস জুড়ে যেন উৎসবের আমেজ। হলগুলোও বাসিন্দারা সাজিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকায়।
ব্রাজিলের পায়ে বল গেলেই উল্লাস ছড়িয়ে পরে ভক্তদের মাঝে। আর প্রতিপক্ষকে আক্রমণ করলেতো কথাই নেই। সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সাত বার আক্রমন করে ব্রাজিল। তবুও যেন গোলটা আসছিলোইনা। কাসিমেরোর পা ছুঁয়ে গোলটি এলো ম্যাচের ৮৩ মিনিটে। পারস্য উপসাগরের বুক থেকে হলুদ ঢেউ আছড়ে পড়লো যেনো ঢাকায়।
খেলা শেষে ব্রাজিলের শেষ ষোল নিশ্চিত হলো। নেইমার থাকলে আরো বেশি গোল হতে পারতো বলে জানান ব্রাজিল ভক্তরা। অনেকেই নিশ্চিত, এবারের বিশ্বকাপটা ব্রাজিলের ঘরেই উঠবে। খেলা শেষে মিছিলে শ্লোগানে বাড়ি ফেরেন দর্শকরা।
