
এশিয়া কাপে ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। শক্তিতে রোহিত শর্মারা অনেকটাই এগিয়ে। তবে, আসরের শেষটা জয়ে রাঙাতে মরিয়া সাকিব আল হাসানরা। কলম্বোয় ম্যাচ শুরু বেলা সাড়ে ৩টায়।
বড় প্রত্যাশা নিয়েই এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। তবে অর্জন হয়নি কিছুই। গ্রুপ পর্বের আফগানদের হারিয়ে স্বপ্ন জাগালেও, সুপার ফোরে টানা দুই ম্যাচে ধরাশায়ী।
তবে এখনো শেষটা রাঙানোর সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেই কাজটাই করতে চায় টাইগাররা। শক্তিতে ভারত এগিয়ে থাকলেও, মাঠের খেলাকেই গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক সাকিব। ব্যর্থতা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে যায় লাল সবুজরা।
মাঠে নামার আগে কাপ্তান সাকিব জানালেন, শেষ ম্যাচে লড়াই করেই জয়ের চেষ্টা করবে বাংলাদেশ। ভারতের শক্ত ব্যাটিং লাইনআপ নিয়ে সতর্ক সাকিব। তবে বোলারদের নিয়ে আত্মবিশ্বাসের কমতি নেই।
ফাইনালের আগে বড় তারকাদের ছাড়াই মাঠে নামতে পারে ভারত। শিরোপার লড়াইয়ে কোনো ঝুঁকি নিতে না চাওয়াতেই তাদের এই পরিকল্পনা। অন্যদিকে, মুশফিককে পাচ্ছে না বাংলাদেশ দল। তাই টাইগার একাদশেও আসতে পারে বেশ পরিবর্তন।
রাজিবুল ইসলাম/ফই
