
বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল দল আসবে এমন খবরে উত্তেজিত সমর্থক ও গণমাধ্যমকর্মীরা। তবে আর্জেন্টাইনরাই জানেনা বাংলাদেশে তারা কবে আসবে। এই বিষয়ে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের কাছে বাংলাদেশে আগমন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পায়নি দেশটির গণমাধ্যম।
বাংলাদেশে অগনিত সমর্থক আর্জেন্টিনা ফুটবল দলের। বিশ্বকাপ জয়ের সেই সমর্থক বেড়েছে কয়েকগুণ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাই মেসিদের বাংলাদেশে আনার চেষ্টা করছে। ইতোমধ্যেই আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমে।
বাফুফে এ নিয়ে উতসাহে উদ্বেল হলেও, এএফএর পক্ষ থেকে বাংলাদেশে আসা-না আসা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। এমনকি বাংলাদেশে আগমন নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য পায়নি আর্জেন্টিনার কোনো গণমাধ্যমও।
টুইট করে সেটিই জানিয়েছেন আর্জেন্টিনার সিনিয়র সাংবাদিক সার্জিও ল্যাভেন্সকি। তিনি বলেন, আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন আমাদের কিছু জানায়নি। যতটুকু জানতে পেরেছি বিষয়টি নিয়ে আলোচনা চলছে মাত্র।
আজ দুপুরে আর্জেন্টিনা ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা ছিল বাফুফের। সেখানে চলমান আলোচনার নানা দিক তুলে ধরার কথা ছিল দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। কিন্তু সেটিও বাতিল হয়েছে।
কাতারে বিশ্বকাপ চলার সময় বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থন নিয়ে দেশটির গণমাধ্যমে অনেক সংবাদ প্রকাশ হয়েছে। বিশ্বকাপের সময় বাংলাদেশে একজন আর্জেন্টাইন সাংবাদিকও এসেছিলেন।
এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মেসিদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। ১১ বছর পর আবারও মেসিদের প্রতিপক্ষ কে হতে পারে, তাও ঠিক হয়নি।
তবে সব ঠিক থাকলে আর্জেন্টিনা ও প্রতিপক্ষ দ্বিতীয় দল আনতে সব মিলিয়ে ১ কোটি ডলার খরচ হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। বাংলাদেশি মুদ্রায় এখন যার খরচ ১০২ কোটি ১২ লাখ টাকা।
