24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

মেসিদের বিশ্বজয়ে আনন্দের রোশনি বাংলাদেশে

বিশেষ সংবাদ

- Advertisement -

স্লোগান, হৈহুল্লোড় আর চিৎকার। বাঁশি, ভুভুজেলার ধ্বনি। রাতের আকাশে আতশবাজির রোশনি। নীল-আকাশিদের বিশ্বজয়ে ঢাকা নগরী মেতে ওঠে এমন বাঁধভাঙা উচ্ছ্বাসে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে স্বপ্ন পূরণ হলো লাখো বাঙালি ফুটবল ভক্তের। মেসির হাতে স্বপ্নের সেই ট্রফি যাওয়ার পর আনন্দের রব বইছে পুরো বাংলাদেশে।

সাদা-নীলের জার্সি, পতাকা, বাঁশি, ফানুস আর আতশবাজির দখলে ছিল গোটা নগরী। শিশু-কিশোর, বৃদ্ধ, নারী-পুরুষ, রিকশাওয়ালা থেকে বিত্তশালী সবাই চ্যাম্পিয়নদের মিছিলে স্লোগান ধরে। কাঁধে কাঁধ মিলিয়ে উদযাপন করেন বিজয়োল্লাস। মিছিল-শোডাউনে তাঁরা আনন্দে হন আত্মহারা।

মেসিদের ইতিহাস জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠ, স্বাধীনতা চত্বর, রাজু ভাস্কর্যসহ বিভিন্ন হল প্রাঙ্গণে উল্লাসে মাতেন শিক্ষার্থীসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা ফুটবলপ্রেমীরা।

গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে আসেন নানা শ্রেণি-পেশার মানুষ। মা-বাবার সঙ্গে আসে শিশুরাও।

স্বপ্ন সত্যি হওয়ার আনন্দে মাতোয়ারা আর্জেন্টিনার সমর্তকরা। ২০১৪ সালে ফাইনালে উঠেও কাপ না পাওয়ার দুঃখ শেষ হলো কাতারে। তাই মেসির ভক্তরাও মেতেছে আনন্দে।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অবদান রয়েছে বাংলাদেশি ভক্তদের। হাজার মাইল দূর থেকে যেভাবে সমর্থন দিয়েছেন। এই বিশ্বকাপ জয়ে সব দূর হয়ে গেছে মেসি ভক্তদের।

বিশ্বকাপ জয়ের পর গভীর রাত পর্যন্ত পতাকা মিছিল আর মেসি স্লোগানে মুখোরিত ছিল ঢাকা বিশ্বকাবিদ্যালয় ক্যাম্পাস।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত