Home খেলা রাতে মাঠে নামছে রিয়াল, সিটি, পিএসজি, চেলসি, জুভেন্টাস

রাতে মাঠে নামছে রিয়াল, সিটি, পিএসজি, চেলসি, জুভেন্টাস

রাতে মাঠে নামছে রিয়াল, সিটি, পিএসজি, চেলসি, জুভেন্টাস

ইউরোপের ক্লাব ফুটবলের জমজমাট রাত আজ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মুখোমুখি হবে এসি মিলান ও চেলসি। ঘরের মাঠে বেনফিকার মুখোমুখি এমবাপ্পের পিএসজি। এছাড়াও আলাদা ম্যাচে খেলবে রিয়াল, সিটি ও জুভেন্টাসের মতো ফুটবলের পাওয়ার হাউজ।

গেল সপ্তাহেই ঘরের মাঠে এসি মিলানকে পেয়ে উড়িয়ে দিয়েছিলো চেলসি। এবার প্রতিষোধ নেয়ার সুযোগ পাচ্ছেন ইতালিয়ান ক্লাবটি। চ্যাম্পিয়নস লীগের ম্যাচে রাত ১টায় মুখোমুখি হবে এই দুই ফুটবল জায়ান্ট।

এদিকে মেসিকে ছাড়াই রিয়াল বেনিফকোর মুখোমুখি হচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। তবে নেইমার, এমবাপ্পদের নিয়ে গড়া দলে মেসির অভাব খুব বোঝা যাবে না বলেই মনে করেন পিএসজি-ভক্তরা। দুজনেই আছেন দারুন ফর্মে। রাত ১টায় পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সে খেলা।

এদিকে রাত পৌনে ১১টায় ম্যাকাবির মুখোমুখি হবে আরেক ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। তবে ইনজুরি ভোগাচ্ছে তাদেরও। ম্যাচ মিস করছেন দলের আরজেন্টাইন তারকা পাওলো দিবালা। একই সময়ে তুমুল ফর্মে থাকা ম্যাঞ্চেস্টার সিটি খেলবে কোপেনহেগেনের বিপক্ষে। এই ম্যাচে হালান্ড কয়টি গোল দেয়, তাই দেখার অপেক্ষায় সবাই।

আপস রাত ১টায় শুরু হচ্ছে চ্যাপম্পিয়নস লীগের আরও দুইটি খেলা। আলাদা ম্যাচে মাঠে নামছে জার্মান ক্লাব, বুরুশিয়া ডর্টমুন্ড। প্রতিপক্ষ সেভিয়া। আর শাখতারের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here