
এক যুগ পর, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান। সেমির দুই লেগেই হারালো এসি মিলান। সান সিরোতে লেখা হলো না পুনরাবৃত্তির গল্প। আরেক সেমির দ্বিতীয় লেগ রাত একটায়। মুখোমুখি হবে, প্রথম লেগে সমতায় থাকা রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।
প্রথম লেগে হেরে যাওয়ায় গোলের কোনো বিকল্প ছিল না এসি মিলানের। প্রথমার্ধে দারুণ দুটি সুযোগও আসে, কিন্তু কাজে লাগাতে পারেনি সাতবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে তাদের হতাশা আরও বাড়িয়ে এগিয়ে গেল ইন্টার মিলান। নগর প্রতিদ্বন্দ্বীদের ফের হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সিমোনে ইনজাগির দল।
সান সিরোয় দ্বিতীয় লেগে লাউতারো মার্তিনেসের একমাত্র গোলে জিতেছে ইন্টার। প্রথম লেগে ২-০ ব্যবধানে জেতা দলটি ৩-০ গোলের ব্যবধানে জায়গা করে নিয়েছে শিরোপা লড়াইয়ের মঞ্চে। এই জয়ে ১৩ বছর পর শিরোপা থেকে এক ধাপ দূরে ইন্টার মিলান।
এদিকে, লিগের দ্বিতীয় লেগে রাত একটায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি। রিয়ালের ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। এবার ম্যানসিটির ঘরের মাঠ ইতহাদে ফাইনালে যাওয়ার লড়াই।
নিজেদের সবশেষ তিন সেমি-ফাইনালের দুটি থেকে রিয়াল মাদ্রিদের সঙ্গে না পেরে বিদায় নেয় ম্যানচেস্টার সিটি। ফাইনালে ওঠার লড়াইয়ে এবারও স্প্যানিশ ক্লাবটি তাদের শেষ বাধা। প্রথম লেগ ড্র হওয়ায় দরজা খোলা দুই দলের সামনেই। প্রতিশোধ নিতে পারবে সিটি, নাকি ফের শিরোপার মঞ্চে পা রাখবে রিয়াল?
