24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে হারাল ম্যানসিটি

বিশেষ সংবাদ

- Advertisement -

চ্যাম্পিয়নস লিগে এক পাগলাটে ম্যাচ উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে অবশ্য শেষ হাসি ম্যানসিটির। প্রতিযোগিতার প্রথম সেমির প্রথম লেগে সিটির ঘরের মাঠে ৪-৩ গোলে হেরেছে রিয়াল।
চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমির প্রথম লিগে রাত ১টায় ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল।

লড়াইটা যখন সেমিফাইনাল, তখনতো এমন পাগলাটে ম্যাচ হতেই পারে। বারবার এগিয়ে যাওয়া সিটির বিপক্ষে দাতে দাত লাগিয়ে লড়ে গেছে লস ব্লাঙ্কসরা। জয় না পেলেও এমন ম্যাচ উপহার দেয়ায় খুশি রিয়াল কোচ।

সিটিজেনদের ডেরায় আতিথ্য নেয়া রিয়ালের জালে ম্যাচের দুই মিনিটেই গোল করেন কেভিন ডি ব্রুইনা। ১১ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস। ৩৩ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান কমান করিম বেনজেমা।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ব্যবধান ৩-১ করেন ফিল ফোডেন। এই গোলের ঠিক দুই মিনিট পর ব্যবধান কমান ভিনিসিয়ুস জুনিয়র। ৭৪ মিনিটে বের্নার্দো সিলভার গোলে আবারও এগিয়ে যায় ম্যানসিটি। তবে ৮২ মিনিটে বেনজেমার পেনাল্টি গোলে ব্যবধান ৪-৩ করে মাঠ ছাড়ে রিয়াল।

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের রাত ১টায় ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। হলুদ সাবমেরিনদের মোটেও হালকাভাবে নিচ্ছেন না অলরেডরা। তবে ঘরের মাঠে ছাড় দিতে নারাজ লিভারপুল।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত