- Advertisement -

লা লিগার শিরোপা জেতা গেছে আগেই তাই রিয়াল বেতিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচটা ছিল নিয়ম রক্ষার। তবে ঘরের মাঠে শেষ ম্যাচটি জয়ে রাঙ্গাতে পারলোনা লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের সবচেয়ে বড় আকর্ষন ছিল ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর ওপর। করিম বেনজেমার বদলি হিসেবে রিয়ালের হয়ে তার শেষ ম্যাচে নামেন এই ব্রাজিলিয়ান।
সান্তিয়াগো বার্নাবুতে দর্শকরা দাঁড়িয়ে সম্মান করে মার্সেলোকে। লা লিগা জেতার কারণে রিয়াল মাদ্রিদকে বেটিস, আর কোপা দেল রে জেতার কারণে বেটিসকে সম্মান জানায় রিয়াল।
রাই/ফই
- Advertisement -
